বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

বিপিএল টেন্ডারে ব্যাপক সাড়া

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চেয়ে দেয়া টেন্ডার জমা দেয়ার শেষ তারিখ। আগের দিন পর্যন্ত মাত্র দুটি প্রতিষ্ঠান তাদের ইওআই (এক্সপ্রেসন অব ইন্টারেস্ট) জমা দিলেও শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বেক্সিমকো, সামিট গ্রুপ, স্কয়ার, মিডিয়াকম, অ্যারোস্পিড, এনভয়, সোহানা ইলেকট্রনিক্সসহ প্রায় ১০-১২টি প্রতিষ্ঠান তাদের টেন্ডার বোর্ডের কাছে জমা দিয়েছে। এ সম্পর্কে আগামীকাল (মঙ্গলবার) বিস্তারিত জানানো হবে বলে জানালেন বিপিএলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
যদিও বিপিএলে আগ্রহীদের তালিকায় ভেসে বেড়াচ্ছিল অনেকগুলো নাম। তবে বিসিবি সূত্রে রবিবার পর্যন্ত জানা গিয়েছিল মাত্র দুটি প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেক্সিমকো গ্রুপ ও সামিট গ্রুপ। গতকাল সেখানে নতুন পুরনো মিলিয়ে ১০-১২ টি প্রতিষ্ঠান ইওআই জমা দিয়েছে জানিয়ে জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আজ (সোমবার) বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানার টেন্ডার জমা দেয়ার শেষ তারিখ ছিল। আমার জানা মতে, এ পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আমাদের কাছে টেন্ডার জমা দিয়েছে। আশা করছি, এখানে আরো ২-৩টি নাম বাড়তে পারে। এছাড়া পুরনো আরো ২-৩টি প্রতিষ্ঠান তাদের আগ্রহ দেখিয়েছিল।’
শিগগিরই সবার সঙ্গে আলোচনা করে সাতটি প্রতিষ্ঠানের হাতে সাতটি দলের মালিকানা তুলে দেওয়া হবে জানিয়ে জালাল ইউনুস আরও বলেন, ‘কাল (মঙ্গলবার) আপনাদের এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। যে কয়টা ইওআই আমরা পাব তার মধ্য থেকে সাতজনকে বিপিএলের এ আসরসহ আগামী তিন আসরের জন্য মালিকানা হস্তান্তর করা হবে। এ বিষয়ে বোর্ডের সিন্ধান্তই চূড়ান্ত হবে।’
তবে বিপিএলের চেয়ারম্যান সোমবার এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তার ভাষায়, ‘আজ বিকেল (পাঁচটা) পর্যন্ত টেন্ডার জমা দেয়ার সময় ছিল। তবে এখনও আমরা বক্স খুলে দেখিনি। কারা কারা তাদের আগ্রহপত্র জমা দিয়েছে। কাল এ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে।’
তবে ইওআই বিক্রয়ে ব্যাপক সাড়া পাওয়ায় নতুন দল নিয়ে আশাবাদী বোর্ডের এ কর্মকর্তা। এ বিষয়ে তিনি বলেন, ‘অনেকেই আমাদের কাছ থেকে ইওআই কিনেছেন। এদের প্রায় সবাই তাদের আগ্রহপত্র-গুলো দাখিল করেছেন। এছাড়া পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজিও আগ্রহ দেখিয়েছিল। সব মিলিয়ে বিপিএলের দল নিয়ে এমন সাড়া পাওয়ায় আমরা সন্তুষ্ট।’

ওয়ান নিউজ বিডি

কোন মন্তব্য নেই: