বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

‘সম্মানে কলিজা বড় হয়ে যায়’

আসন্ন অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ও শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুবাদে সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। বিশ্বকাপের আগে এমন সংবর্ধনা তাদেরকে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটির উপস্থিতিতে তরুণ ক্রিকেটারদেরকে সোমবার সংবর্ধনা দিয়েছে কক্সবাজারের মিশুক ওয়ারিয়ার্স ক্লাব। সংবর্ধনা অনুষ্ঠানের পর
প্রিয়.কমের সঙ্গে একান্ত সাক্ষাতকারে অনুষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন মিরাজ।
সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘কক্সবাজার থেকে এসে আমাদের সংবর্ধনা দেবে, এটা ভাবিনি। অনেক ভালো লাগছে। বিসিবির কর্মকর্তারা ছিলেন। তাদের মাধ্যমে এমন একটা আয়োজনে আমরা অনুপ্রাণিত হবো।’
তিনি আরো বলেন, ‘কেউ যদি আমাদের পারফরম্যান্সের মুল্যায়ন করে সেটা অবশ্যই ভালো লাগার কথা। আজ সেটাই হয়েছে। মনে হয়েছে যেন কলিজাটা বড় হয়ে গেলো সম্মানে। বোর্ডের সবাই ছিলেন, সবাই আমাদেরকে উজ্জীবিত করেছেন। এগুলো সবই আমাদেরকে আরো ভালো খেলতে তাগিদ দেবে।’
আসছে বছরের বিশ্বকাপেও অনেক আশাবাদী মিরাজ ও তার দল। বললেন, ‘এবারের বিশ্বকাপ দেশের মাটিতে। তাই স্বপ্ন কিংবা আমাদের প্রথম লক্ষ্য থাকবে কাপে খেলা। সেখানে যদি খেলতে পারি, তাহলে চ্যাম্প্যিয়ন হওয়ার জন্যেই খেলবো ইনশাআল্লাহ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬-১ ও ৫-২ এ সিরিজ জয় আলাদা করে চেনাচ্ছে বাংলাদেশের এই দলটিকে। বাংলাদেশের মাটিতে বছরের প্রথম দিকে ৬-১ এর বড় ব্যবধানে পরাজিত করে মিরাজবাহীনি। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদের বিপক্ষে ৫-২ এ জিতে নেয় তারা।

কোন মন্তব্য নেই: