শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

ব্রিটিশ গণমাধ্যমে মুশফিক ও বাংলাদেশ বন্দনা

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সমর্থকেরা অনেক সময় তার রক্ষণাত্মক অধিনায়কত্বের সমালোচনা করলেও পরিসংখ্যান বলে টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত বাংলাদেশের সেরা অধিনায়ক তিনি। ২৪টি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৪ ম্যাচে, হার ১১ আর ড্র ৯টিতে। সাফল্যের হার ১৬.৬৬ শতাংশ।
এবার মুশফিককে অন্যতম সেরা মানলো ব্রিটেনের গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। তাদের বিচারে এই মুহুর্তে টেস্টের চতুর্থ সেরা অধিনায়ক মুশফিক। মুশফিক ও বাংলাদেশের প্রশংসা করে টেলিগ্রাফ লিখেছে, ‘অতীতে অনেক সময় এমন মনে হয়েছে যে মাঠে নামার আগেই হাড় মেনে নিয়ছে বাংলাদেশ। কিন্তু লড়াকু মন মানসিকতার মুশফিকের নেতৃত্বে তারা জেতার জন্যেই মাঠে নামে, অন্তত লড়াই করে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত উন্নতি করতে থাকা দল এখন বাংলাদেশ এবং নিজেদের মাটিতে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। দেশের মাটিতে সর্বশেষ ১২ টেস্টের মাত্র ২টিতে হেরেছে তারা। সামনে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।’

কোন মন্তব্য নেই: