শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

বিপিএলে এবার ‘আগে টাকা পরে দল’ পদ্ধতি

পূর্বের সব ভুল শুধরিয়ে নিতেই নতুনভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে, দল পাওয়ার আগে অর্থ জমা দিতে হচ্ছে কোম্পানিগুলোকে। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলা হয়েছে এক কোটি টাকার ‘ফ্র্যাঞ্চাইজি ফি’ পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে। একই সঙ্গে দিতে হবে সাড়ে ৪ কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও। যে অঙ্ক প্রতিটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে ব্যয় করার কথা। অর্থ সংক্রান্ত এসব বিষয়গুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই জমা দেওয়ার জন্য ডেডলাইন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এদিকে পে-অর্ডার ও ব্যাংক অর্ডারের খবরের সত্যতা নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেন, ‘আগ্রহীদের আমরা ৩০ আগস্টের মধ্যে তাদের পে-অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি জমা দিতে বলেছি।’ অনেক ফ্র্যাঞ্চাইজি আবেদন করলেও শেষপর্যন্ত সাতটির ভাগ্যে দল জুটবে। তারপরেও কেন অর্থ জমা দিতে বলা? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আগে আমরা ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহীদের সাড়া কেমন, সেটি দেখতে চাই। তার পরই না হয় ঠিক করা হবে কারা ফ্র্যাঞ্চাইজি পাবে আর কারা নয়।’ প্রথম দুই আসরে ফ্র্যাঞ্চাইজিরা ক্রিকেটারদের অর্থ বকেয়া রাখলে সমালোচনার মুখে পড়ে বিপিএল। এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা একটি টাকাও পাননি। তারপরেও দেখা গেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদেরকে দিয়ে সই করিয়ে রেখেছে। এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পুরনো দলগুলোর চুক্তি। দুবছর বন্ধ থাকার পর আবারো টুর্নামেন্টটি শুরু হওয়ায় তাই সবকিছু নতুনভাবে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। প্রসঙ্গত, চলতি মাসের নভেম্বরে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে।

কোন মন্তব্য নেই: