শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

টি২০ বিশ্বকাপে চোখ প্রমীলা দলের কোচের

সামনেই প্রমীলা ক্রিকেট দলের হোম সিরিজ, যেখানে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করতে হবে সালমা-পান্নাদের। এরপর দলটিকে সফর করতে হতে পারে পাকিস্তানে, যা এখনও ঝুলে আছে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য টি২০ বিশ্বকাপ।
বুধবার সংবাদ সম্মেলনে মহিলা ক্রিকেট দলের কোচ চ্যাম্পিকা গামাগে’ও জানালেন, আসন্ন টি২০ বিশ্বকাপের দিকেই চোখ তার। তবে পাখির চোখ করে রাখা বিশ্বকাপে খেলতে হলে বেশ বন্ধুর পথ পাড়ি দিতে হবে তাকে ও তার দলকে, বাছাইপর্ব খেলে তবেই অর্জন করতে হবে যোগ্যতা।
তবে বাছাই পার হয়ে মূলপর্বে জায়গা করার ব্যাপারে বেশ আশাবাদী গামাগে, ‘প্রথম লক্ষ্য নভেম্বরের (টি২০ বিশ্বকাপ) কোয়ালিফাই করা। আমার মনে হয় খুব সহজেই আমরা কোয়ালিফাই করতে পারব। এর আগে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলছি। এদের সঙ্গে আমরা কেমন খেলি তারপর বোঝা যাবে বাকিটা।’
এদিকে মহিলা দল আনুষ্ঠানিকভাবে অনুশীলন করছে দুই সপ্তাহ ধরে। এই সময়ে প্রস্তুতি যথেষ্ট কি না এমন প্রশ্নের জবাবে প্রমীলাদের কোচ জানান, ‘না, এটা দুই সপ্তাহ নয়। হয়তো দেড় মাসের মতো হবে। এরপর আমরা স্কিল অনুশীলন শুরু করব। এসময় তিনি আরও বলেন, ক্রিকেটারদের ফিটনেসের দিকেই মূল মনোযোগ তাদের যা সন্তুষ্টজনক। শীঘ্রই সালমারা পুরোপুরি প্রস্তুত হতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে পারবে।’
ফিটনেস রক্ষার্থে জিমের প্রসঙ্গ আসলে এর উপর গুরুত্বারোপ করে গামাগে জানান, ঢাকার বাইরের মেয়েদের সীমাবদ্ধতার কথা, ‘অবশ্যই করা উচিত। যারা ঢাকায় থাকে তারা জিমে আসে, অনুশীলন করে। কিন্তু যারা ঢাকার বাইরে তাদের সবসময় পাওয়া যায় না।’
মহিলা দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে বেশ কয়দিন ধরে আলোচনা-সমালোচনায় ভরপুর দেশের ক্রিকেট। তবে বোর্ড ব্যবস্থা করলে সফরে যেতে কোনো আপত্তি নেই- এমনটাই জানালেন বাংলাদেশ কোচ, ‘বোর্ড যদি এমন সুযোগ করে দেয় আমার কোনো সমস্যা নেই। যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে গিয়ে খেলার জন্য আমি আমার দলকে প্রস্তুত করছি। এটা আমার চাকরি।’
ব্যাটিংয়ে বেশ উন্নতি প্রয়োজন জানিয়ে গামাগে প্রশংসা করেন দলের পাস আক্রমণের, ‘জাহানারা এবং পান্নার মতো দারুণ পেসার আছে আমাদের। এরপর স্লো মিডিয়াম পেসার লতা মণ্ডল। এছাড়া নতুন ২ জন পেসার আছে সুমনা ও ছন্দা। জাতীয় দলের পর্যায়ে আসতে তাদের আরও কিছু সময় দরকার। কিন্তু তারা খারাপ নয়। তাদের কম বয়স, আশা করছি তারা দলের পরবর্তী পেসার হতে পারবে।’

কোন মন্তব্য নেই: