সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

‘বেশ কিছু সিনিয়র খেলোয়াড় বড় ছাড় দিয়েছে’

(প্রিয়.কম) অনেক জ্বল্পনা কল্পনার পর অবশেষে বিপিএলের বকেয়া পাওনা বুঝে পেয়েছেন দেশি ক্রিকেটাররা। অনেকে রোববারই চেক নিয়ে গেছেন। বাকিরা নিজেদের সুযোগ সুবিধা বুঝে চেক নিয়ে যাবেন। তবে চুক্তির পুরো অর্থ দেয়া হয়নি কাউকেই।
সমঝোতার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ বকেয়া দেয়া হয়েছে ক্রিকেটারদের। আর এই সমঝোতায় সবচেয়ে বেশি ছাড় দিয়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার। এমনই জানিয়েছেন স্থানীয় ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেয়ার দায়িত্ব পাওয়া নাইমুর রহমান দুর্জয়।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক দুর্জয় বলেছেন, ‘টাকার প্রয়োজনীয়তাটা কোন খেলোয়াড়ের কী রকম, সেটা একটু বিবেচনায় ছিল। এখানে আমাদের বেশ কিছু সিনিয়র খেলোয়াড় বড় ধরণের ছাড় দিয়েছে। যারা প্রিমিয়ার লিগ বা অন্য খেলা থেকে টাকা পয়সা পাচ্ছেনা সেটা আমরা মানিয়ে নিতে পেরেছি।’
চুক্তি অনুযায়ী কোনো ক্রিকেটারই বকেয়া পাননি। এ বিষয়ে দুর্জয় বলেন, ‘অনেকেরই যেমন পাওনা অনেক বেশি। সেখানে আমরা কম দিচ্ছি। তার তৃপ্তিটা ওইরকম হবে না। তারা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করেছে। টাকাটা যেভাবে সংগ্রহ করা হয়েছে, তা সহজ নয়। খেলোয়াড়দের জীবনটাই এমন। যতদিন ফর্মে থাকব, ততদিনই আয় হবে।’

কোন মন্তব্য নেই: