রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

বিপিএলে নতুন দল যোগ হবে আগামী বছর থেকেঃ ইসমাইল হায়দার

আগামী বছর থেকে বিপিএলে নতুন দল যোগ হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক। তাঁর মতে আগে থেকে সতর্ক থাকায় এবার অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে শেষ করা সম্ভভ হয়েছে এই জনপ্রিয় টুর্নামেন্ট। আর ক্রিকেটের বিশ্ব মঞ্চে ধীরে ধীরে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়ছে বলে দাবী মল্লিকের।
তুমুল প্রতিন্দ্বীতা আর জমজমাট মাঠের লড়াইয়ে শেষ হলো বিপিএলের তৃতীয় আসর। নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে অনেক নাটকিয়তায় এই আসরের শিরোপা নিজেদের করে নিল নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্রাঞ্চাইজির মালিক, খেলোয়াড় আর বোর্ডের আন্তরিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক।
শর্ট ভার্সনের জনপ্রিয় এই টুর্নামেন্টে এবার ছয়টি দল অংশ নিলেও আগামী বছর থেকে আরো নতুন ফ্রাঞ্চাইজি যোগ হবে বলে জানালেন এই বোর্ড পরিচালক।
জনপ্রিয়তার মাপকাঠিতে বিশ্বের টি-টুয়েন্টির অনেক টুর্নামেন্টের চেয়ে বর্তমানে বিপিএল বেশ এগিয়ে রয়েছে বলে দাবী ইসমাইল হায়দার মল্লিকের

কোন মন্তব্য নেই: