শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ঘরোয়া ক্রিকেটেই চাপ বেশি!

জাতীয় দলের তরূণ হার্ড হিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে যার আবির্ভাবের পর যেন ভাগ্য পরিবর্তন হয়েছে বাংলাদেশ দলের। সেই সাব্বির রহমান মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ঘরোয়া ক্রিকেটেই চাপটা বেশি থাকে!
এ সম্পর্কে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য তো আকাশ-পাতাল। সহজ করে বললে,আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা বোলার,ব্যাটসম্যান,ফিল্ডাররাই খেলে। তবে ঘরোয়া ক্রিকেটে অনেক চাপ থাকে। ভালো খেলার চাপ। ক্লাব কর্মকর্তা,সমর্থকদের চাপ। আবাহনী-মোহামেডান ম্যাচের কথাই ধরুন। মরা-বাঁচার ম্যাচ। এ ম্যাচে হারলে সমর্থকেরা অনেক বাজে বাজে কথা বলে। জাতীয় দলে এ রকম চাপ এখনো দেখিনি। সমর্থকদের প্রত্যাশার চাপ যদিও আছে। কিন্তু সবাই তো বাংলাদেশেরই সমর্থক! আমাদেরই সমর্থন করে।’

কোন মন্তব্য নেই: