রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন শুরু

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। দারুণ ফর্মে থাকা দলকে এগিয়ে রাখতেই তাদের স্কিল ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
খুলনার আবু নাসের স্টেডিয়ামে আগামী ২৯ আগস্ট থেকে মূল ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও, এরই মধ্যে অনুশীলন শুরু করেছে তারা। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কিল ক্যাম্পের প্রথম দিনে রানিং অনুশীলন করে ছোটরা।
এদিকে, বিশ্বকাপ টুর্নামেন্ট সামনে রেখে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে মাশরাফিদের সাবেক কোচ স্টুয়ার্ট ল’য়ের সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। আগামী ২৪ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে তার।
সাম্প্রতিক সময়ে শ্রীলংকার বিরুদ্ধে ৩-২ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথাক্রমে ৬-১ ও ৫-২ ব্যবধানে সিরিজ জিতে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। তাই বিশ্বকাপে দলকে আরো শক্তিশালী করতে নিজেদের সর্বোচ্চটা করার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

কোন মন্তব্য নেই: